চকরিয়া প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরো সু-সংগঠিত করে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রিয়নেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদের হাতকে শক্তিশালি করার লক্ষ্যে চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন হাংবাং ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হারবাং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের পরামর্শক্রমে ও চকরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সৌরভের সুপারিশক্রমে চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: মিনহাজ উদ্দিন ও সদস্য সচিব ওবাইদুল্লাহ নুর ছিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল ৪জুন’১৮ইং হারবাং ইউনিয়ন ছাত্রদলের নিন্মোক্ত কমিটি আহবায়ক অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন; আহবায়ক মো আব্দুল্লাহ্ আল ফাহিম, সিঃ যুগ্ম আহবায়ক এ এস এম ইব্রাহীম ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। উক্ত কমিটিকে আগামী ১মাস ১৫ দিনের মধ্যে সকল স্কুল/ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন সম্পন্ন করে ইউনিয়ন সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।