ওমর ফারুক সুমন, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১ জুন শুক্রবার রাতে হালুয়াঘাট উপজেলার উত্তরবাজারস্থ শহীদ মিনারের সন্মুখ ঠেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী দুইজনকেই আটক করে পুলিশ। এরা হলেন ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার নিলু চন্দ্র দে এর পুত্র সঞ্জীব চন্দ্র দে (৩৫) ও সঞ্জীবের স্ত্রী সীমা রানী দে (২৫)। আটকের বিষয়টি স্বীকার করে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের দুইজনকে আটক করা হয়েছে। শনিবার আটককৃত দুই স্বামী স্ত্রীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।