চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা পাড়া এলাকায় গতকাল ১জুন সন্ধ্যা ৭টার সময় স্থানীয় বশির আহমদের ছেলে মিনার উদ্দীনের সাথে দোকানদার মাহবুবুল আলমের মধ্যে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিনার উদ্দিন খবর দিয়ে ফরহাদ, মিরাজ, আরাফাত ও জিসানসহ ৮/১০জনের লাঠিয়াল বাহিনী জড়ো করে। লাঠিয়ালরা মাহবুবুল আলমের বিকাশ এজেন্ট ও কম্পিউটার দোকানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় দোকান মালিক তাদেরকে বাধা প্রদান করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে হাতুড়ী ও লোহার রড দিয়ে মাহবুবুল আলমকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং দোকানের কম্পিউটার, ল্যাপটপ ভাংচুর করে বিকাশ একাউন্টে রক্ষিত ৬৬ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন হামলায় আহত দোকানদার। আহত মাহবুবুল আলমের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তির স্বজনরা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান