চকরিয়া অফিস:
জাতীয় সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) পরিচালিত প্রবাল সাহিত্য-সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা কতৃক আয়োজিত শিল্পী ও অভিভাবকদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৩১মে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে চকরিয়া রয়েল প্যালেস হলরুমে এই বর্ণাঢ্য ইফতার মাহফিল আয়োজন হয়। উক্ত আয়োজনটি প্রবালের পরিচালক আরমান মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মিনার উদ্দীন ও ওয়াহিদু ইসলাম রানার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।
প্রধান আকর্ষণ ছিলেন এদেশে সাড়া জাগানো কন্ঠশিল্পী ও বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, চট্টগ্রাম পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী শোয়াইব বিন হাবিব। দেশ ও জাতির মঙ্গল কামনা করে সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদ্রসার আরবি প্রভাষক মাওলানা আ ফ ম ইকবাল হাসান আনওয়ারী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ চট্টলার সাড়া জাগানো অভিনেতা ও উপস্থাপক এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী, বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ মোঃ এরফানুল হক, সময়ের সংবাদ (ফেসবুক অনলাইন) পত্রিকার সম্পাদক ও সাপ্তাহিক সোনার বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, শিহরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক সংগ্রামের চকরিয়া প্রতিনিধি শাহাজালাল শাহেদ, সাংবাদিক মনছুর রানা, পাঞ্জেরীর সাবেক শিল্পী আতিকুর রহমান, সাড়া জাগানো অভিনেতা মোঃ আলী আহসান আল কিবরিয়া, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক নাঈম সোবহান নয়ন, চকরিয়া রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর পরিচালক নেজাম উদ্দিন টিটু, ইসফাতুল ইসলাম, শিল্পী আশরাফ হোসাইন, শিল্পী জাহেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রবালের তামজিদুল ইসলাম চৌধুরী, আবু সালেহ মোঃ জুনাইদ, মাহমুদুল হাসান আনাস, মোঃ আবু মুসা, শফিউল্লাহ মাহমুদ রুবেল, আবু তৈয়ব আজাদ, কুতুব উদ্দীন রিয়াজ, মোঃ শেফায়ত হোসেন, মুহাম্মদ মারুফ, তানভীর মোর্শেদ তামিম, আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।