কবিতার নাম:স্বপ্ন পাখি
লেখক:তরুণ কবি ও প্রাবন্ধিক তানভীর মোর্শেদ তামীম
স্বপ্ন পাখি,বিশ্বাস কর
আজো তোমার ছায়া এসে
আমাকে আচমকা জড়িয়ে ধরে
বিশ্বাস কর
আজো তোমার ছায়ার উপর ভর করে
আমি স্বপ্ন দেখি একাগ্রচিত্তে
তোমাকে পাওয়ার নিমিত্তে
জানো ? রাতের আধারে
এখন ও আমি
আকাশচুম্বি সম্ভবনা নিয়ে
তোমাকে ই খুজিঁ
তোমাকে পাওয়ার নিমিত্তে
এভাবে নিজেকেই হারিয়ে ফেলি
কল্পনার স্বর্গরাজ্যে আমোদ উল্লাসের ঘন্টা বাজিয়ে
আর নিত্য নতুন কল্পনার মাঝে
তোমাকে স্বপ্ন পাখির বেশে
উচ্ছাসিত আবেগময় ছন্দে
হূদয়জুড়ে যখন দেখি প্রাণভরে
অচেনা এক আনন্দে
আত্ন তৃপ্তিতে কেপে উঠে
মোর স্বপ্নীল ভুবনের আত্না।
তখন আত্নচিৎকারে ভালবাসার আবেশজুড়ে
সহসা এক স্বর্গীয় বচন অন্তরদৃষ্টিতে
ভেসে উঠে স্বপ্ন পাখিকে ঘিরে।