প্রেস বিজ্ঞপ্তি:
হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুতুবদিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আহমদ। ২৫ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭টায় কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি বলেন, পুলিশের তালিকাভুক্ত টাউট চাঁদাবাজি মামলাসহ বহু মামলার পলাতক আসামী শহীদ উদ্দিন ছোটনের বিপক্ষের আইনজীবি হিসেবে কুতুবদিয়া আদালতে মামলা পরিচালনা করায় ২৫ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টার দিকে ছোটনের নেতৃত্বে ১৫/২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী আমাকে খুন করার উদ্দেশ্যে উপজেলা গেইটস্থ চেম্বারে হানা দেয়। চেম্বারে না পেয়ে আমার উপজেলা গেইটস্থ বাসভবনে যায় এবং ছোটনের হাতে থাকা উন্নতমানের রিভলবার উঁচিয়ে বলে ‘শালাকে খুন কর’ তখন তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আমাকে আক্রমণ করে আমার বাসভবনে লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা নগদ টাকাসহ মুল্যবান কাগজ পত্র লুট করে নিয়ে যায়। তাদের তান্ডবের খবর পেয়ে কুতুবদিয়া থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জীবনের নিরাপত্তা চেয়ে শহীদ উদ্দিন ছোটনের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।