চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনীটি হেলথ্ কেয়ার প্রোভাইড়ার এসোসিয়েশনের উদ্যোগে কমিউনীটি ক্লিনিকের ১৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপনে “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ শ্লোগানে” র্র্যালী, কেক কাটা ও আলোচনা সভা ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ, উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মোঃ শিবলী নোমান। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোভন দত্ত। ব্যবস্থাপনায় ছিলেন কমিউনীটি হেলথ্ কেয়ার প্রোভাইড়ার এসোসিয়েশন চকরিয়া উপজেলা সভাপতি এমকে মোঃ মিরাজ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসাইন চৌধুরী হিরু।