মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী»চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামে বউয়ের বড় ভাইয়ের লাঠির আঘাতে শ্বশুর বাড়িতে নিহত হয়েছেন মোঃ ওমর ফারুক (৩০) নামের এক ব্যক্তি। নিহত ফারুক একই ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের জাকের আহমদের পুত্র। স্থানীয় মেম্বার নাসির উদ্দিন পরিবারের বরাত দিয়ে কক্সবাজার টিভিকে বলেন,”ফারুকের স্ত্রীর বড় ভাই মহিউদ্দিনের সাথে ফারুকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন তার ছোট বোনের জামাই ফারুককে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে এতে ফারুক গুরুতর আহত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় ঘটনার পরপরই ফারুককে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ফারুকের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।”
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন হীরা বলেন,”বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামে লাঠির আঘাতে ফারুক নামে এক ব্যক্তি তার শ্বশুর বাড়িতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে।”