চকরিয়া অফিস:
বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া পৌরসভা শাখার গত ২২ এপ্রিল’১৮ইং অনুষ্ঠিত বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে পৌরসভা শাখার আওতাধীন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিনকে স্ব-পদে বহাল রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোছলেহ উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী কর্তৃক ২৩এপ্রিল’১৮ইং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্দেশনা দেওয়া হয়। চলমান দলীয় কার্যক্রমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়নসহ সকল প্রকার দলীয় কার্যক্রমে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার এবং তাদের সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তার স্বীয় দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং পৌরসভা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।