আজ, শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী সভা, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে মাদক নির্মূলে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটি সুন্দর বসুন্ধরা সৃষ্টি করে যাচ্ছেন সেখানে যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধবংস হোক সেটা কখনো হতে পারে না । তিনি যুবকদের আদর্শবান হওয়ার কথা বলেন। তিনি জুভেনাইল ভয়েস ক্লাবের জন্য সকল প্রকার সহযোগিতা দিয়ে পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন।
৯ ফেব্রুয়ারী বিকাল ৫ ঘটিকার সময় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম রিদওয়ানুল করিম, তিনি মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, তিনি মাদকের কুফল সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, তিনি বলেন যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। বিশেষ অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম সিকদার, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক রুহুল কাদের মানিক, দৈনিক হিমছড়ি পত্রিকার বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফয়সাল চৌধুরী, উপস্থিত সকল বক্তাই মাদক কি? মাদকের অপব্যবহার, মাদকের কুফল ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জুভেনাইল ভয়েস ক্লাবের সহ সভাপতি মো: কামরুল হুদা সোহেল , সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়া । সাধারণ সম্পাদক মনির মিয়া ও বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপস্থাপক শামীম আক্তার এর যৌথ সঞালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন , উইশডম স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল মামুন, এশিয়ান টিভির সাংবাদিক মিজানুর রহমান, চাইনিজ উশু স্কুলের পরিচালক গিয়াস উদ্দিন, জুভেনাইল ভয়েস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ কবীর সিকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ফোরকান, ক্রীড়া সম্পাদক মোঃ আল আবিদ, প্রচার সম্পাদক সরওয়ার আলম সাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোহন করসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্য , যুব সংগঠনের নেতৃবৃন্দ, তরুন সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।