যে কোন মিছিল সমাবেশে যুবলীগকেই অগ্রণী ভূমিকা পালন করে সফল করতে হবে-
February 20, 2021
–চকরিয়া উপজেলা যুবলীগের জরুরী সভায় এমপি জাফর আলম।
আগামী ২৮ ফ্রেঃ চকরিয়া সরকারী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক মাহাবুল আলম হানিফ এমপি’র জনসভা কে সফল করার লক্ষে চকরিয়া উপজেলা যুবলীগের জরুরী সভা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির এর পরিচালনায় সিস্টেম কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম এম এ। প্রধান অতিথি এসময় বলেন যুবলীগ হল আওয়ামীলীগের মূল চালিকা শক্তি,যে কোন আন্দোলন সংগ্রাম,মিছিল সমাবেশ সফল করতে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে,আগামী ২৮তারিখের জনসভাও সফল করতে যুবলীগের অগ্রণী ভূমিকা দেখতে চাই।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক আলমগীর চৌধুরী,যুগ্ন সাঃ সম্পাদক জামাল উদ্দীন জয়নাল,পৌরসভা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন,আমান উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা,পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডাঃ আসাদুল হক।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি কাউন্সিলর মুজিবুল হক,মহিদুল ইসলাম,যুগ্ন সাঃ সম্পাদক মামুনুল করিম,মোঃ রাসেল,শফিউল আজম,সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, রেফায়েত সিকদার,তারেকুল ইসলাম চৌঃ,ফরহাদ হোসেন পার্কেল,অর্থ সম্পাদক আজিজুল হক,দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন,উপ-দপ্তর মুজিবুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম আনু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠু,বন ও পরিবেশ সম্পাদক সালাহ্ উদ্দীন,স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক তপসির,সহ সম্পাদক জয়নাল হাজারী,তৌহিদুল ইসলাম,মোঃ শফি,মোঃ আলমগীর, শহিদুল ইসলাম,হাবিবুর রহমান,হাসানুল হক আদর,সুজন দেব নাথ,ডুলহাজারা যুবলীগের আহব্বায়ক তৌহিদুল ইসলাম,যুগ্ন আহব্বায়ক আমান উল্লাহ,আব্দু রশিদ হায়দার,কাইছার বাবুল,আব্দুল আজিজ,জামাল উদ্দীন হাদী,খুটাখালী যুবলীগের ওয়াসিম,আরাফাত রানা,মিজান,ফাঁসিয়াখালী সভাপতি নাজমুল হাসান লিটন,সম্পাদক নাঈমুল সিকদার,মোঃ বাবুল,চিরিংগা যুবলীগের সাঃ সম্পাদক মোঃ ইসমাইল, তৌহিদ,এরশাদ,মোঃ রিপাত,সুরাজপুর-মানিক আহব্বায়ক ফেরদৌস আলম,লক্ষারচরের সভাপতি সরওয়ার আলম,কাকারা যুগ্ন আহব্বায়ক মিনারুল ইসলাম,মোঃ রাজিব,রমিজ,কৈয়ারবিলের যুগ্ন আহব্বায়ক,নুরুল মোস্তফা,মোঃ রুবেল,কৈলাশ দে,হারবাং যুবলীগের সভাপতি জাহেদুল আলম লিটন,সাঃ সম্পাদক মুজিবুর রহমান, জয়নাল, পারভেজ,বমুবিল ছড়ি সভাপতি ডাঃ মিজানুর রহমান,বরইতরী যুবলীগের যুগ্ন আহব্বায়ক কামরুল ইসলাম,সাহাবউদ্দীন,মোঃ কাইছার,সহ যু্বলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।
2021-02-20
Application to the Ministry of Information for registration.