কুতুবদিয়া প্রতিনিধি ঃ কুতুবদিয়া উপজেলায় আব্দুল মালেক (রাঃ) এর ওরশ উপলক্ষে আয়োজিত মেলা থেকে কুতুবদিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় তিনজনকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেলায় জুয়া খেলার বিষয়ে নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াতের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল চৌধুরী।
মেলায় জুয়া খেলার বিষয়টি প্রমাণিত হওয়ায় তৎক্ষণাৎ মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত তিনজনের প্রত্যেককেই ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। কুতুবদিয়া থানা পুলিশের এসআই শরীফ, এসআই আব্দুল্লাহ ফারুক, এসআই মকবুলসহ সঙ্গীয় ফোর্স উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।