নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের সমিতি পাড়ায় শতাধিক অসহায় অভুক্ত ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে মেডিসিন সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সরণি স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিসিন সেবা ও ওষুধ বিতরণ করা।
এসময় যারা জ্বর, সর্দি কাশিতে ভুগছে সেসব শিশুদের চিকিৎসা সেবা ও মেডিসিন সেবা দেওয়া হয়। তাছাড়া তাদের মাঝে সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ মাক্স সেলাইন ইত্যাদি এবং স্বাস্থ্য সচেতনমূলক অনুশীলন সমূহ বিফ্রিংয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে।
সরণি স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল হাসান ফাহিম এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মেম্বার আব্দু জলিল, সাইফ উল্লাহ্, এরফান, করিম ফারুক, বাবু প্রমূখ।
কামরুল হাসান ফাহিম বলেন, যারা সুবিধা বঞ্চিত হওয়ার কারণে চিকিৎসা নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই কর্মসূচি’টা হাতে নেওয়া। এই কর্মসূচি সামনে বিভিন্ন জায়গায় চলমান থাকবে।
তিনি আরো বলেন, আজকের কর্মসূচির কারনে মেডিসিন সেবা ও ওষুধ পাওয়ায় খুশি হয়েছে সুবিধা বঞ্চিত শিশুগুলো। হতদরিদ্র ও অসহায় মানুষের সেবা ও কল্যাণে হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘সরণি স্বপ্ন ফাউন্ডেশন’দেশের বিভিন্ন প্রান্তে সর্বদা দীর্ঘযাবত কাজ করে যাচ্ছে ও যাবে।