কক্সবাজারের কুতুবদিয়ার ক্ষুদ্র -মাঝারি ব্যবসায়ীদের কোটি টাকার মালামালসহ মালবাহি একটি কার্গো বোট ডুবে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় নদীতে পড়ে গিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ড্রাইভার সাইয়েদুল করিম,সবজী ব্যবসায়ী কাশেম ও হোছন নামের ৩ ব্যাক্তি।
সোমবার (১৫ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর নদীর ১৫নং খারীর মুখে এ দূর্ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, কুতুবদিয়া বড়ঘোপ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি জকরিয়া সওদাগরের মালবাহী কার্গোবোট রবিবার সারাদিন চট্টগ্রাম থেকে মালামাল লোড করে সোমবার ভোর রাতে কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর রাত ৪ টার দিকে কর্ণফুলী নদীর ১৫ নং খারীর মুখে পৌঁছলে কার্গো বোটটি কোটি টাকার মালামালসহ ডুবে যায়।
কার্গোবোটের মাঝি ইসলাম জানিয়েছেন, সোমবার ভোর রাতে কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় ১৫ নং খারীতে তেলবাহী একটি টেঙ্গার ধাক্কা দিলে কার্গোবোটটি ডুবে যায়।
নুরুল আমিন ( আমিন ভিডিও) নামের এক ব্যবসায়ী জানান, রবিবার নিজ হাতে মালামাল কার্গোবোটে তুলে দিয়ে এখনো চট্টগ্রাম রয়েছেন। এ দূর্ঘটনায় তার মত শতাধিক ব্যবসায়ীর কোটি টাকার মাল ডুবে গেছে। সোমবার বড়ঘোপ বাজারে স্থানীয় বাজার থাকায় এদিন সবজি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি টাকার মাল বোঝায় করেছিলেন ওই বোটে।