চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় হিলফুল ফুযুল ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশী-বিদেশী নামকরা ১০ জন ক্বারী এ সম্মেলনে অংশ গ্রহণ করেন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন কলরবের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী আবু রায়হান সহ অনেকে। এতে স্থানীয় ১০টি মাদ্রাসার ছাত্র অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারী প্রতিয়োগিদের মধ্যে ১ম ২য় ও ৩য় স্থান অধিকারকারীকে ওই সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাজার হাজান ধর্মপ্রাণ জনতা কারীদের তেলাওয়াত শ্রবণ করে মুগ্ধ হন।
গত ১০ ফেব্রুযারী রাতে হিলফুল ফুযুল ফাউন্ডেশনের পরিচালনায় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফজু মিয়াজিরচর মসজিদ মাঠে ক্বেরাত প্রতিযোগিতা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরিচালনায় সংগঠনের সদস্যদের মধ্যে জাহেদুল ইসলাম, ওবাইদুল করিম, মোহাম্মদ, মোঃ হারুনুর রশিদ,রাকিবুল ইসলাম,মুরাদুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আবদুল হালিম, বাপ্পী, সাইফুল ইসলাম, আমির হোসেন, ইমন, জাকারিয়া, সাজ্জাদ, হামিম, দিল মোহাম্মদ,জাহেদ উল্লাহ,আবু হানিফ,
মোঃ মনছুরসহ অন্যান্যরা।
মঞ্চ পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়; আব্দুল লতিফ, এরশাদ উল্লাহ্, হাবিব উল্লাহ, রেজাউল করিম সহ অন্যান্য সিনিয়র ব্যক্তিবর্গদের।
ক্বেরাত সম্মেলনে দেশী-বিদেশী অংশ নেয়া ক্বারীগণ হচ্ছেন, ক্বারী ইমাম উদ্দিন(ঢাকা), ক্বারী মো: হাসান (নারায়ণগঞ্জ), ক্বারী ফয়েজুল্লাহ নোমানী(গাজিপুর),
বিশ্বজয়ী হাফেজ ক্বারী জাকারিয়া,
বিশ্বজয়ী হাফেজ ক্বারী নাজমুস সাকিব,ক্বারী এ কে মনজুর আহমদ (ভারত)। সব শেষে ইমামুল কোররা আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতার এক মাত্র বিচারক ক্বারী আহমদ বিন ইউসুফ আল আজহারী তেলাওয়াত করেন।#