আহম্মদ কবির, কুতুবদিয়া ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে কুতুবদিয়ার ২০ গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) কুতুবদিয়ার এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকাল ১০টা ৩০ মিনিটে জমি ও গৃহপ্রদান কর্মসূচি উদ্বোধন করবেন।
কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর এসব ঘরের দলিল, চাবিসহ প্রয়োজনীয় ডকুমেন্ট গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করবেন তিনি।
কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল চৌধুরী জানান, ‘গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় বাসস্থান নির্মাণ’ কর্মসূচির আওতায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কুতুবদিয়ার ২০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে ১৪ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ছয়টি ঘরের নির্মাণ কাজ বাকি রয়েছে।
এর মধ্যে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে ৩টি, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ২টি, কৈয়ারবিল ইউনিয়নে ২টি, আলী আকবর ডেইল ইউনিয়নে ৩টি ও বড়ঘোপ ইউনিয়নে ১০টি ঘর প্রদান করা হবে। ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকার এসব নতুন ঘর পাবেন পরিবারগুলো।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার রয়েছে।