চকরিয়া প্রতিনিধি:
“চলো বাংলাদেশ একসাথে, বাড়িয়ে দেই মানবিকতার হাত, ছড়িয়ে দেই শীতার্তদের মাঝে উষ্ণতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শনিবার (৯ই জানুয়ারি) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী উপকূলীয় অঞ্চল ১নং ওয়ার্ডে শীতার্ত অসহায়-অভুক্ত, ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সরণি স্বপ্ন ফাউন্ডেশন’ নামক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সরণি স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল হাসান ফাহিমের নেতৃতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির মেম্বার মোমেন,মীরহাসান বাপ্পী, জারিফ,রফিক,দেলোয়ার করিম প্রমূক।
সরণি স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল হাসান ফাহিম বলেন, আজ আমরা যাদের শীতের বস্ত্র দিয়েছি,তারা সবাই খুব হতদরিদ্র পরিবারের সন্তান, তাদের শীতের বস্ত্র নেই তাদেরকেই হাড় কাঁপানো শীত থেকে লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছি।
তিনি আরো বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষের সেবা ও কল্যাণে হাসি ফোটাতে ‘সরণি স্বপ্ন ফাউন্ডেশন’ সর্বদা দীর্ঘযাবত কাজ করে যাচ্ছে ও যাবে। সেই সাথে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চলমান থাকবে।