চকরিয়া প্রতিনিধি:
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চকরিয়া প্রেসক্লবের সদস্যদের মাঝে মাস্ক ও পিপিই বিতরণ করা হয়েছে। করোনায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এর দেয়া এসব সামগ্রী ৪ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে বিতরণ ও ক্লাবের বিশেষ সভা অনু্ষ্টিত হয়।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী, সহসভাপতি জিয়া উদ্দিন ফারুক, নির্বাহী সদস্য এস এম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, আপ্যায়ণ সম্পাদক এস এম হান্নান শাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এম, রিদুয়ানুল হক, নির্বাহী সদস্য আব্দুল মতিন চৌধুরী, এম জুনাইদ উদ্দিন, সদস্য এম মোস্তফা কামাল,বিএম হাবিব উল্লাহ, শাহ মোহাম্মদ জাহেদ, এম নুরুদ্দোজা জনি, আবুল মনসুর মোঃ মহসিন, মোস্তফা কামাল, নেজাম উদ্দিন, ইমরান হোসাইন,সাঈদী আকবর ফয়সাল, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ইউসুফ বিন হোসাইন, জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।##