লায়ন্স ক্লাব ও সমবায় সম্মাননা স্মারক পেলেন নারী সংগঠক ডেইজি
এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ করোনাকালে বিশেষ অবদান ও ৪৯তম জাতীয় সমবায় দিবসে প্রতি বছরের ন্যায় এবার ও কক্সবাজার জেলার সমবায়ী পুরস্কার ২০২০ এর শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক পেলেন কক্সবাজার কেন্দ্রীয় মহিলা সমিতির এবং এ্যাকশন টুয়ার্ডস হিউমিনিটির চেয়ারম্যান ফাতেমা আনকিছ ডেইজি।
সমবায় সম্মাননা স্মারক প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা সমবায় দপ্তর কতৃক।
পাশাপাশি মহামারি করোনাকালীন সময় সহযোগিতা দিয়ে অসহায় মানুষের পাশে থাকায় ব্যাপক অবদানের স্বীকৃতি স্মরূপ লায়ন্স ক্লাব অফ ঢাকা রেজেনসি কতৃক সম্মাননা পুরস্কার অর্জন করেছেন তিনি। এসব সম্মাননা গ্রহণ করতে পেরে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং এ সম্মান যেন আজীবন ধরে রাখতে পারে, সে সাথে হতদরিদ্র মানুষের বিপদে পাশে থেকে কাজ করতে পারার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।