কুতুবদিয়ায় সমুদ্র সৈকত থেকে একটি নৌকা উধাও
নৌকার ছবি ঃ
কুতুবিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়া বড়ঘোপ বাজার কোরবান আলী সওদাগরের একটি মাছ ধরার নৌকা সমুদ্র সৈকত থেকে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক খোঁজাখুজি করেও নৌকার সন্ধান মিলছে না।
নৌকার মালিক কোরবান আলী জানান, গত/২৩/০৮/২০২০ তারিখঃ রাতে বড়ঘোপ সমুদ্র সৈকত থেকে কেউ বা কারা জানি আমার নৌকাটি নিয়ে গেছে।
কিছু আপন মানুষের চক্রান্তে রাতে বড়ঘোপ সমুদ্র সৈকত থেকে নৌকাটি গায়েব হতে পারে বলে তিনি সন্দেহ করছেন ।
তিনি আরো বলেন, কেউ যদি খোঁজ পেয়ে থাকেন দয়া করে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করে সন্ধান দেয়ার অনুরোধ করেন। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানান।
যোগাযোগ ঃ কোরবান আলী ঃ01884029757, 01820992001.