কুতুবদিয়া প্রতিনিধিঃ কুতুবদিয়া উপজেলায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১২ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২১ জুলাই ২০২০ তারিখ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থান ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউল হক মীর। এসময় মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে গাড়ির ড্রাইভার, হেলপার, যাত্রী, দোকানদার ও পথচারীসহ ৩১ জনকে ১২,১০০/- (বার হাজার একশত) জরিমানা করেন এবং মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করে দেন।