
কুতুবদিয়া থানায় মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার বসে কুতুবদিয়া থানার নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বীরমুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরীর আমন্ত্রণে থানায় যান কুতুবদিয়ার এই বীরমুক্তিযোদ্ধা।
থানা সূত্রে জানা যায়, থানায় দাওয়াত দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারে বসিয়ে মেহমানদারী ও সম্মানিত করার জন্য বীর মুক্তিযোদ্ধা সন্তান নবাগত ওসির প্রতি ধন্যবাদ জানান এই বীর মুক্তিযোদ্ধা। সেই সাথে তিনি নবাগত ওসির ব্যতিক্রমধর্মী এ কাজে সন্তোষপ্রকাশ করেন। ওসি সফিকুল আলম চৌধুরী থানায় যোগদানের পরপরই ৪ জুলাই নিজ অফিস কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে তাঁদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।
বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম বলেন, নবাগত ওসি থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা করলেন শুনে খুশি হয়েছিলাম। আর তা স্বচক্ষে দেখতে নবাগত ওসির আমন্ত্রণ পেয়ে থানায় গিয়েছিলাম। তিনি বেশ আতিথিয়তা দেখালেন যা অতীতে কোন ওসি দেখায়নি। নবাগত ওসির সেই ব্যতিক্রম আচরণটি দেখে ভালো লাগলো। উনার পেশাদারিত্ব এবং দেশের প্রতি দায়বদ্ধতা দেখে মনে হলো তিনি কুতুবদিয়াবাসীর জন্য ভালো কিছু করবেন।
থানার নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরী কক্সটিভিকে বলেন, প্রতিদিন থানায় নানা কাজে অনেক মানুষ আসেন। এদের মধ্যে মুক্তিযোদ্ধারাও থাকতে পারেন। সাধারণ মানুষের ভিড়ে অনেক সময় এই মুক্তিযোদ্ধাদের সমস্যা হতে পারে। তাদের সম্মান জানাতে আমার কক্ষে সংরক্ষিত চেয়ার স্থাপন করেছি। থানার ডিউটি অফিসারকে নির্দেশ দেয়া আছে, কোনো মুক্তিযোদ্ধা আসলে যেন সরাসরি আমার কক্ষে নিয়ে আসেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি