নিজস্ব প্রতিবেদক, লামা
স্বামীকে তালাক দিয়ে থানায় জিডি করে আলোচিত লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ জান্নাত রুমীকে রংপুরে বদলী করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে তাকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
জানাগেছে, লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমী গত ১০ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও মাননীয় রাষ্ট্রপতি বরাবর তাঁকে জরুরী বদলীকরণ প্রসঙ্গে ফেক্সযোগে একটি বার্তা প্রেরণ করেন। সেই বার্তার আলোকে ১২ জুলাই তাঁকে পদায়ন করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমী ও তাঁর স্বামী
এটিএম ওমর ফারুখের সাথে সাংসারিক মনোমালিন্য সৃষ্টি হয়। যার পরিপ্রক্ষিতে
গত ৬ জুলাই লামার ইউএনও রুমী নিজেই ডাকযোগে রেজিস্টার্ড এডি সহকারে স্বামী টিএম ওমর ফারুকেরর কাছে তালাকনামা পাঠিয়ে দেন।
এটিএম ওমর ফারুক তালাকনামা পেয়ে গত ৭ জুলাই স্ত্রীর সাথে কথাবার্তা বলতে গেলে তাঁদের মধ্যে আরো বড় ধরনের তর্কাতর্কি সৃষ্টি হয়।
পরে ইউএনও রুমী তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে লামা থানায় একটি লিখিত জিডি করেন। ঐ জিডিতে উল্লেখ করা হয়, এটিএম ওমর ফারুকের সাথে আমার মনোমালিন্য হয়। যার কারণে সময় সুযোগ বুঝে আমাকে মেরে পঙ্গু করবে। নিজে আত্মহত্যা করে আমাকে ফাঁসাবে। সে আমার সন্তান রাহিবকে জোরপূর্বক আমার কাছ থেকে কেড়ে নিয়ে লুকিয়ে রেখে আমার বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করবে বলেও হুমকি দেয়। তাই এ অবস্থায় আমার সন্তানকে বাসায় রেখে কর্মস্থলে যোগদান করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমি নিরাপত্তা হীনতায় ভোগছি।
উল্লেখ্য যে, ইউএনও রুমী, স্বামীর ভালোবাসার টানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন।