কুতুবদিয়া প্রতিনিধিঃ
মহামারী করোনা ও পারাপারঘাটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের এক জরুরী সভা বৃহস্পতিবার (৯জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। সভায় ইতিপূর্বে স্থানীয়ভাবে ঘোষিত ১০ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল পূর্বক ১১ জুলাই থেকে করোনাকালীন সময় পর্যন্ত সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় ৩০ জন যাত্রী নিয়ে ১ ঘন্টা পরপর ছেড়ে যাবে পারাপারঘাট। বিশেষত: ঘন্টার আগে মাস্ক পরিহিত ৩০ জন যাত্রী পূর্ণ হলেই ছেড়ে যাবে পারাপারঘাট। এ ছাড়া ভিন্ন জেলা থেকে উপজেলায় অনুপ্রবেশকারীদের করোনা পরীক্ষা দিয়ে রিপোর্ট না আসা পর্যন্ত অবস্থান করতে হবে নিজ বাড়ী-ঘরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, সহকারী কমিশনার এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধূরী, নবাগত থানা অফিসার ইনচার্জ এ.কে.এম.সফিকুল ইসলাম চৌধূরী, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহরিয়ার চৌধূরী, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম চৌধূরী, আবাসিক মেডিকেল অফিসার ডা.রেজাউল হাছান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ.মান্নান, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোছাইন ও পারাপারঘাটের ইজারাদার আবুল কালামসহ অন্যরা।
(হাছান কুতুবী-৯ জুলাই-২০২০)