এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
করোনা দুর্যোগময় পরিস্থিতিতে কুতুবদিয়া উপজেলার জীবিকা হারানো এনজিওর ঋণগ্রহিতা জনগনের জন্য আবারও সুখবর দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর। বুধবার ১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঋণগ্রহিতা জনগনের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন।
কুতুবদিয়া উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজেও বিষয়টি ইউএনও নিশ্চিত করেছেন। এক বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০খি. পর্যন্ত কুতুবদিয়া উপজেলার কোনো ঋণগ্রহীতাকে ঋণের কিস্তি প্রদানে বাধ্য করা যাবেনা। তবে কোনো আগ্রহী সক্ষম ঋণগ্রহীতা স্বেচ্ছায় কিস্তি দিতে চাইলে সেক্ষেত্রে কিস্তি গ্রহণে কোনো বাধা থাকবেনা।