চকরিয়া প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক অাহমেদ জয় এর নির্দেশক্রমে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা সাদ্দাম হোসেন রুবেলের নেতৃত্বে ৪ জুলাই দিনব্যাপী চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
ছাত্রনেতা সাদ্দাম হোসেন রুবেল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আল নহিয়ান খান জয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য যেসব কর্মসূচি ঘোষনা করবেন তা আমরা জেলা ছাত্রলীগের পরামর্শ ও নির্দেশ মতে পালন করে যাচ্ছি। তিনি ভবিষ্যতেও সকল কর্মসূচি বাস্তবায়ন কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।