এ.কে.এম রিদওয়ানুুল করিমঃঃ
কুতুবদিয়া হাসপাতালে প্রস্তুতকৃত আইসোলেশান সেন্টারের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। বিষয়টি নিশ্চিত করে ইউএনওর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল
……………………………
প্রিয় কুতুবদিয়াবাসী,
আপনারা অবগত হয়েছেন যে, কুতুবদিয়া হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুতকৃত আইসোলেশান সেন্টারের জন্য ইতোমধ্যে বিভিন্ন এনজিও ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশী হবেন যে, আজ একটি এনজিও এর সাথে কথা বলেছি। তারা কুতুবদিয়া হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপন, হাসপাতালের জন্য প্যাডেল বিন, কালার কোডেড বিন, আইসোলেশান সেন্টারের জন্য বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, সোলার প্যানেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন বলে আমাকে কথা দিয়েছেন। তারা যত দ্রুত সম্ভব তাদের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। কুতুবদিয়াবাসীর পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই । এছাড়া কুতুবদিয়ার বিভিন্ন অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তাসহ আরো কিছু সহায়তা প্রদানের জন্য ও তাদেরকে প্রস্তাব দিয়েছি। আশা করি তারা আমাদের প্রস্তাব সুবিবেচনা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় কুতুবদিয়া হাসপাতালে প্রস্তুতকৃত আইসোলেশান সেন্টারের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করায় কুতুবদিয়াবাসী জেনে অত্যন্ত আনন্দিত হয়েছেন। এজন্য কুতুবদিয়ার সর্বস্থরের জনসাধারণ ইউএনওকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।