
কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌসের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেয়া হয়েছে।
সোমবার (২২ জুন) কুতুবদিয়া থানার পক্ষ থেকে কুতুবদিয়া থানাধীন ৬ ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, ইউপি সচিব, দফাদার, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস জানান, করোনা মোকাবেলার অন্যতম প্রধান অস্ত্র নিয়মিত মাস্ক পরিধান করা। শুধু নিয়মিত মাস্ক পরাটা অভ্যাস করতে পারলেই করোনার ভয়াবহতা থেকে আমরা অনেক খানি সুরক্ষিত থাকবো।
মূলত এই গুরুত্ব অনুধাবন করে এবং সবার মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরির প্রয়াসে কুতুবদিয়া থানার পক্ষ থেকে করোনা মহামারিতে ঝুঁকিতে থাকা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে মাস্ক পৌছে দেয়ার প্রচেষ্টা।

