কুতুবদিয়া প্রতিনিধি ঃ
কুতুবদিয়ায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল চৌধুরী। এসময় সাগরে মাছ ধরায় ৪ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার মোঃ হেলাল চৌধুরী বলেন, সাগরে মৎস্য ও ক্রাস্টাশিয়াল আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌবাহিনী ও মৎস্য অফিসার মহোদয়ের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪ মামলায় ২০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং প্রায় ৫০০০ মিটার জাল ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ এতিমখানা, গরীব মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।
জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।