হাছান কুতুবী
উপজেলায় অসহায় পরিবারের ঘরেঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে। নৌবাহিনীর সহায়তায় ১৩ জুন শনিবার ওসব ত্রাণসামগ্রী পৌঁছেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর, এসিল্যান্ড মুহাম্মদ হেলা চৌধুরী ও নৌবাহিনীর সদস্যবৃন্দ। এ ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব, ও সার্বিক আইন শৃংখলা যথাযথভাবে নিশ্চিত করতে বিভিন্ন হাটবাজার এবং পারাপার জেটিঘাট সমূহে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন এসিল্যান্ড-নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। বিশেষত: বিনা অনুমতিতে কুতুবদিয়ায় আসলে ১৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে বিভিন্ন হাটবাজারে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্যসামগ্রী চড়াদামে বিক্রি বন্ধে নিয়মিত মনিটরিং-মোবাইলকোর্ট অব্যাহত রাখার দাবী জানিয়েছেন ভোক্তা সাধারণ।