নিজস্ব প্রতিনিধি ঃ কক্সবাজারের চকরিয়ায় বসত বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী অসহায় পরিবারসহ স্থানীয় এলাকাবাসী। ৭ জুন সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তাদের জায়গা দখলে নিতে পার্শ্ববর্তী বড়ইতলী
ইউনিয়নের চেয়ারম্যান জালালের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী গত ১৪ মে ভোররাতে বসত বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে। পরে তাদের ২৭টি বাড়িতে অগ্নিসংযোগ করে এতে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশিষ্ট প্রশাাসনের প্রতি জোর দাবি জানান তারা।