চকরিয়া প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়
বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় এবং চকরিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ডের জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় ৫জুন সকাল থেকে দিনব্যাপী প্রায় পাঁচশত (৫০০) বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা আরহান মাহমুদ রুবেল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সকল নির্দেশনা ইতিপূর্বে সফল ও যথাযথভাবে পালন করা হয়েছে। তারই আলোকে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ গ্রহণে উক্ত কর্মসূচি পালন করা হয়েছে। যা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাদরে গ্রহণ। করেছে এবং ছাত্রলীগের প্রশংসা করেছে। তিনি এধরনের কর্মসূচির জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।