স্টাফ রিপোর্টার:
চকরিয়ায় উপজেলার কোনাখালীতে দুটি চায়ের দোকানে রাতের আঁধারে লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ভেতর থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন
পূর্ব শত্রুতার আক্রোশে এ সংঘঠিত হয়েছে বলে দাবী করেন দোকান মালিক। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া ষ্টেশন এলাকায় গত ১জুন (সোমবার) দিবাগত অনুমানিক রাত ২.৩০ টার দিকে ঘটেছে এ ঘটনাটি।
এঘটনায় চায়ের দোকানদার ব্যবসায়ী নেজাম উদ্দীন বাদী হয়ে পরদিন থানায় লিখিত এজাহার দায়ের করেন। তিনি জানান, ঘটনারদিন সকালে দোকান মালিক ওমর ফারুকের সাথে একই এলাকার নুরুল হোছেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নুরুল হোছেনও তার সাথে থাকা অন্যরা মিলে রাতে অন্ধকারে দোকানে ঢুকে লুটপাট ও ভাংচুর চালায়। এসময় নেজাম উদ্দিন ও রিফাতের চায়ের দোকানে থাকা ৬টি মোবাইল সেট, নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
দোকানের মালিক ওমর ফারুক অভিযোগ করেন, স্থানীয় চোর নুরুল হোছেনের নেতৃত্ত্বে তার সাথে থাকা অন্যরা মিলে আমার সাথে পূর্বশত্রুতার জেরধরে সকালে কথাকাটির বিষয়কে কেন্দ্র করে রাতের আধাঁরে আমার মালিকানাধীন দোকানে লুটপাট চালিয়ে নগদ অর্থ ও লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দোকানের ভাড়াটিয়া নেজাম উদ্দিন বলেন, চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি।
দোকান লুটপাট বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার সত্যত্যা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
এই ব্যাপারে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) মো.ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নেজাম উদ্দীনের দেয়া অভিযোগটি থানা হতে তার হাতে পৌছেছে। উক্ত বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সত্যতা পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।