কুতুবদিয়া প্রতিনিধি ঃ করোনা আক্রান্ত কুতুবদিয়ার এক মহিলার লাশ দাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ হেলাল চৌধুরী, থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, পিআইওসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কুতুবদিয়ার সেকুপা আক্তার প্রকাশ সুমির নামাজে জানাযা ও লাশ দাফন স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউণ্ডেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও লাশ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টীমের সহযোগিতায় সম্পন্ন করা হয়। তাকে সমাধিস্থ করার আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে করোনার প্রয়োজনীয় টেস্ট সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস , কুতুবদিয়া থানা পুলিশ, লাশ দাফনের জন্য নিয়োজিত স্বেচ্ছাসেবক। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কুতুবদিয়া ও উপস্থিত ছিলেন।