
উপজেলা প্রশাসনের উদ্যোগে “ফ্রেন্ডশিপ ” নামক এনজিও’র সহযোগিতায় আজ ৩০ মে কুতুবদিয়া উপজেলার “বড়ঘোপ ঘাট” ও “দরবার ঘাট” এ ইনফ্রারেড থার্মোমিটার (থার্মাল স্ক্যানার) বসানো হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর এর কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন
জেলার মধ্যে কুতুবদিয়ায় এখনো করোনামুক্ত বলে বলা যায়।
দু’একজন যারা আক্রান্ত ছিলো তারাও ২য় দফায় টেষ্টে নেগেটিভ হওয়ায় ” মুক্ত ” বলা চলে। বাহির থেকে যারা বৈধ অনুমতি সাপেক্ষে কুতুবদিয়ায় যাবে এসব আগতদের তাপমাত্রা পরিমাপ করার যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাযায়।