হাসান কুতুবী ঃ
উপজেলায় কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধূরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশ। ২৮ মে বৃহস্পতিবার বিকেল সোয়া ১টায় ইউএনও’র কার্যালয়ে শুভেচ্ছা মিনিময়কালে সাংবাদিকগণের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার একমাত্র সরকারী রেজিষ্টার্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার নিজস্ব সংবাদদাতা এম.এম.হাছান কুতুবী, দৈনিক সকালের সময় পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলাম, দৈনিক ইনানী পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি মুহাম্মদ ইফতেখার শাহজীদ রোকন, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেম ও দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকার কুতুবদিয়া প্রতিনিধি মুহাম্মদ মনিরুল ইসলাম।
সফলতার সাথে প্রাণঘাতি মহামারী কোভিট-১৯ তথা করোনা মোকাবেলা, ঘূর্ণিঝড় আম্পান, রিলিফ কার্যক্রমসহ সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকগণের স্ব:স্ফূর্ত সহযোগিতার ভূয়শী প্রশংসা করেন ইউএনও মুহাম্মদ জিয়াউল হক মীর। পরে সাংবাকিগণের হাতে ঈদ শুভেচ্ছা উপহারসহ মাস্ক ও হ্যান্ডগ্লাবস তুলে দেন তিনি।