এ.কে. এম রিদওয়ানুল করিম : বছর ঘুরে আবার এলো মুসলিম উম্মার বড় আনন্দের দিন ঈদুল ফিতর। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদটা হচ্ছে ভিন্নভাবে। কারণ করোনার থাবায় ইতোমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। সংক্রমণের আশঙ্কায় চারিদিকের এক ভীতিকর পরিবেশ। তবুও সীমিত পরিসরে ঈদ উদযাপন করবে মুসলিম উম্মাহ। এই দিনে কক্সবাজার জেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুতুুুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্ব আজ এক কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়ে এসেছে ঈদুল ফিতর। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। উচ্ছ্বাসের না হলেও সীমিত পরিসরে ঈদ উদযাপন হোক। স্বাস্থ্য বিধির পরিপন্থিভাবে কেউ ঈদ উদযাপন করবেন না। এবার না হয় একটু ভিন্ন ঈদ হোক। বেঁচে থাকলে আগামীবার ঝলমলে উৎসবে ঈদ উদযাপন করবো, ইনশাল্লাহ। সবাই ভালো খাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকেও ভালো ও সুস্থ রাখবেন।
আওরঙ্গজেব মাতবর
সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ, কুতুবদিয়া উপজেলা।