
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুতুবদিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিশ্বে মহামারী করোনা সংকটের মাঝেই সিয়াম সাধনায় অর্জিত পরিশুদ্ধতায় এসেছে পবিত্র ঈদুল ফিতর। সরকার কর্তৃক গৃহীত সময়োপযোগী পদক্ষেপে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, পুলিশের সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, ব্যাংকার, গণমাধ্যমকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্য, শিক্ষক, আনসার, স্বেচ্ছাসেবীসহ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে নিরন্তর সেবা প্রদান করছেন এবং যারা বিভিন্ন কাজে প্রশাসনকে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মুসলিম জাতির প্রধান উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এ অবস্থায় সবাইকে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য নির্দেশনা মেনে ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদ্বুদ্ধ করুক- এ প্রত্যাশা করি।”
শুভেচ্ছান্তে—
জিয়াউল হক মীর
উপজেলা নির্বাহী কর্মকর্তা
কুতুবদিয়া, কক্সবাজার।