চকরিয়া অফিস:
বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেল ১০০ (একশ) পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নের গৃহবন্ধী কর্মহীন পরিবারের কাছে।
করোনা ভাইরাসের মহামারির পর থেকে কর্মহীন গরীব অসহায় মানুষকে ক্রমান্বয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এই ছাত্রনেতা। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষককে ধান কেটে সাহায্য করছিলেন এই ছাত্রনেতা।
সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের এই অবস্থায় তিনি সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন।
দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নকে বাস্তয়ন করতে দেশের যেকোন ক্রান্তিকালে তার সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে জানিয়েছেন। খাদ্য সহায়তায় রয়েছে; সেমাই ০১ কেজি, তেল ০১ কেজি, আলু ০২ কেজি, পেঁয়াজ ০২ কেজি, চিড়া ০১ কেজি, মুড়ি ০১ কেজি, ফ্যামিলি নুডুলস এক প্যাকেট ও সাবান ০১ টি। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।