চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বুরো বাংলাদেশ এর উদ্যোগ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে। ১৭মে’২০ইং সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন পৌর মাঠে এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড ১৯ এর কারণে বাংলাদেশেও ভীশন প্রভাব ফেলেছে। এ থেকে পরিত্রাণ পেতে সরকারের পাশাপাশি সকল এনজিও সংস্থাসহ বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি দূর্যোগ মোকাবেলায় জনগনের খাদ্য সংকট সহায়তা পৌছে দিতে বর্তমান সরকার সর্বাত্বকভাবে কাজ চালিয়ে যাচ্ছে জানান। তিনি এনজিও সংস্থা বুরো বাংলাদেশের আয়োজনকে ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বুরো বাংলাদেশ কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার মাহি। উপস্থিত ছিলেন
এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক হারাধন দাশ ও মোঃ আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা। আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার মাহি বলেন, বাংলাদেশের যেকোন দূর্যোগে বুরো বাংলাদেশ পাশে থেকে তার সাধ্যমত সার্বিক সহযোগিতা ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন।