চকরিয়া অফিসঃ
বর্তমান করোনা ভাইরাসের মহামারিতে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ১৭ মে সন্ধ্যায় ২য় দফায় খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার জেলা পরিষদের মহিলা সদস্য বিশিষ্ট নারীনেত্রঅ রেহানা খানম রাহু।
বাংলাদেশ জেলা পরিষদ কর্তৃক গৃহিত কার্যক্রম সমূহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক জেলা পরিষদের নিজস্ব ত্রান তহবিল থেকে ত্রান বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। এরই অংশ হিসেবে “কক্সবাজার জেলা পরিষদ” এর সংরক্ষিত ওয়ার্ড নং-০৩ এর সম্মানিত মহিলা সদস্য বিশিষ্ট নারীনেত্রী রেহানা খানম রাহু তার নির্বাচনী এলাকাধীন চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুরে ১৩ প্যাকেট, লক্ষ্যারচরে ১৩ প্যাকেট, পৌর কাউন্সিলর রাশেদা ও আঞ্জুমানআরা ১৩ প্যাকেট এবং পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ৬১ প্যাকেটসহ ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন। এতে রয়েছে; চাউল ৭কেজি, আলু ১কেজি, তেল ১কেজি, চিনি ১কেজি, চোলা ১কেজি, ডাল ১কেজি মোট ১২ কেজি করে।
তিনি এরপূর্বে গত ২৮ এপ্রিল’২০ইং কাকারা ইউনিয়ন, ফাঁসিয়াখালি ইউনিয়ন ও চিরিংগা ইউনিয়নের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রায় ২০০ পরিবারের মাঝে জেলা পরিষদ কর্তৃক তার বরদ্দের খাদ্য সহায়তা বিতরণ করেন।
করোনা ভাইরাস জনিত সমস্যা মোকাবিলায় তিনি সবসময় জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমাজের যার যার অবস্থান থেকে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।