এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
কুতুবদিয়ার ১ম করোনা রোগী নাসিমা আকতার এর বাড়ি উত্তর ধুরুং, মগলাল পাড়ায় ও তার সংস্পর্শে আসা লকডাউনকৃৃত ১০ টি বাড়ি এবং ইতিপূর্বে কৈয়ারবিল এলাকায় লকডাউন করা ৪ টি বাড়িসহ প্রত্যেক বাড়িতে উপজেলা প্রশাসনের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল চৌধুরী।
ইউএনও জিয়াউল হক মীর জানান, করোনা আক্রান্ত রোগী ও তার সংস্পর্শে আসা লকডাউনকৃত প্রত্যেক পরিবারের জন্য উপজেলা প্রশাসনের উপহার সামগ্রী (খাবার সামগ্রী) নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিলাম। রোগীর বাড়ির সামনে থেকে ফোনে কথা বলে তাকে ও তার পরিবারকে আশ্বস্ত করলাম উপজেলা প্রশাসন উনাদের পাশে আছি।
তিনি আক্রান্ত রোগীর জন্য শুভ কামনা এবং মহান আল্লাহ তায়ালার কাছে দ্রুত আরোগ্য কামনা করেন।