যুগোপযোগী কবিতা লিখলেন সাকিব হাসান
কঠিন শপথ
– সাকিব হাসান
———————————————-
বান্দা,সকাল কি বিকাল,দুপুর কি সন্ধ্যা,
অসত্ পথে করছো ধান্দা;
ক্ষমতার জোরে তার অপব্যবহারে তুলছো চাঁদা,
গরীবের অর্থে মন্ডা খেয়ে হচ্ছো ঠান্ডা।
অর্থের মোহে সত্যকে বানাচ্ছো মিথ্যা
মিথ্যাকে বানাচ্ছো নামে সত্য;
যাদের বিশ্রামহীন পরিশ্রমে সারলো তোমার ব্যথা,
তাদেরই মর্দন করছো নিত্য।
যাদের কষ্টে পেয়েছো তুমি সাফল্যের পাত্তা,
তাদেরই আজ করছো বেপাত্তা;
অথচ সমাজে প্রবেশকালে বলেছিলে-
আমি আছি ভয় নেই, রেখেছো কি সে কথা?
তবে এ কেমন তোমার মহাত্মা?
তোমার এ কুকর্ম সইবে না গো স্রষ্টা,
কারণ তুমি পীড়ন আর অলীকের স্বপ্নদ্রষ্টা।
শোন হে ভাই,
আজ আছো কাল নাই
তবুও কেন অর্থের মোহ করো ভাই
তুমি তো জানোই- মানুষে মানুষে ভাই ভাই ;
অতএব ছাড়ো সে পথ,যে পথ অসত্ ,
আজি নাও সত্যের পথে চলার কঠিন শপথ।
লেখাঃ০৮-০৫-২০২০ ইংরেজি।