মানবতা প্রেমিরা অসহায় মানুষের দুর্দিনে বসে থাকতে পারেনা
চকরিয়া অফিস
চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের থানার পশ্চিম পাশে সুশীল পাড়ায় (হিন্দু পাড়ায়) সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি অসহায় পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ১৩ মে বিকেলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ১ বান্ডিল (বান) করে ৬বান্ডিল ঢেউটিন তুলে থানা সেন্টার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবীদ, ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এস বাদল কান্তি সুশীল (এলএলবি)। তিনি করোনার এই মহামারিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। এস বাদল কান্তি সুশীল স্থানীয় মঙ্গল ভবন ও প্রমিলা ভবনের স্বত্ত্বাধিকারী চকরিয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য বাবু রতন কুমার সুশীলের আপন বড় ভাই।
উল্লেখ্যযে, অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।