চকরিয়া প্রতিনিধি
চকরিয়া উপজেলার রামপুর মৌজার ১নং হোল্ডারের ২৭২ নং প্লটের ১০ একর চিংড়ি মৎস্য প্রকল্পে দস্যুরা তান্ডব ও লুটপাট চালিয়েছে। গত ১২ মে সন্ধ্যা ৭টার দিকে ঘটেছে এ ঘটনা। এনিয়ে ঘের পরিচালক পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাসেম আলী মিয়াজী সিকদার পাড়া গ্রামের মৃত বদিউল আলমের পুত্র মাহমুদুল করিম বাদী হয়ে ১৩ মে’২০ থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এতে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার নুরুল আমিনের পুত্র জয়নাল আবদীন ও তার পিতা নুরুল আমিনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে।
বাদী জানিয়েছেন, তিনি ২০১৯ হতে আগামী ২০ বছরের জন্য ১০ একর মৎস্য প্রকল্পটি চাষাবাদের জন্য লাগিয়ত গ্রহণসহ পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছে। প্রকল্পে প্রচুর টাকাও ব্যয় করেন। কিন্তু অভিযুক্তরা ঘটনার দিন অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ১লাখ ৫০ হাজার টাকার মালামাল ভাংচুর, ২টি ঝাকি জাল, ২টি বিহিঙ্গী জাল, আসবাবপত্র ভাংচুর ও ১টি পল বোট লুটে আরো ৭৩ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৩ হাজার টাকার ক্ষতি সাধন করে। এনিয়ে ভূক্তভোগি মাহমদুল করিম প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।