চকরিয়া পৌর ৮নং ওয়ার্ডে কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষকলীগ নেতা আমির হোসেন আমু
এ.কে.এম রিদওয়ানুল করিম ঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের মুখে হাসি ফোটাতে এই মহামারী করোনা ভাইরাসে দিনমজুর সংকটের কারণে চকরিয়া বলিষ্ঠ সংগঠক চকরিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব অামির হোসেন আমুর নেতৃত্ব চকরিয়া বাস টার্মিনালের পূর্ব পার্শে ৮নং ওয়ার্ড়ে দরিদ্র অসহায় মহিলার চাষকৃত প্রায় ৬/৭ কানি ধান কেঁটে দেয়া হয়। এতে প্রায় ২০ জন কৃষকলীগ নেতৃবৃন্দ অংশ নেন।
আমির হোসেন আমু জানান, পৌর এলাকায় শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে নাপারা কোন পরিবার থাকলে বিনাপারিশ্রমিকে কর্মীদের সাথে নিয়ে ধান কেঁটে দেয়ার প্রতিশ্রুতি দেন। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়নের আলোকে ৬ মে ২০২০ বুধবার সকাল থেকেই ধারাবাহিক ৩য় দিনের রুটিন মোতাবেক ধান কেঁটে কৃষকের বাড়িতে পৌছে দিচ্ছেন । ধান কা্ঁটার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।