কুতুবদিয়া প্রতিনিধি ঃ
কুতুবদিয়ায় ৬ মে ২০২০ তারিখ সাতকানিয়া থেকে আগত ৬৮ জনকে খবর পেয়ে স্থানীয় মেম্বার, পুলিশ ও নৌবাহিনীর সহায়তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর।
আগতরা সবাই সাতকানিয়ায় ব্রিক ফিল্ডে কাজ করতেন। লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় তারা স্থানীয় মেম্বারকে কুতুবদিয়া প্রবেশের খবর দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও জিয়াউল হক মীরের নির্দেশনায় সহকারী কমিশনার হেলাল উদ্দীনের নেতৃৃৃৃৃত্বে তাদেরকে পুলিশ, নৌবাহিনী সহায়তায় আটকে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান, আগতদের খবর নিশ্চিত করে পুলিশ ও নৌবাহিনীর সহায়তায় তাদেরকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুত করা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার সমূহে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সহায়তায় এ পর্যন্ত ২৭৩ জনকে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৬১ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে এ পর্যন্ত ছাড় পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন এবং হোম কোয়ারেন্টাইন থেকে এ পর্যন্ত ছাড় প্রাপ্ত ৫৭ জন। আল্লাহর অশেষ রহমতে কুতুবদিয়া এখনো পর্যন্ত করোনা মুক্ত রয়েছে। করোনা আক্রান্ত পার্শ্বভর্তি উপজেলা থেকে আগতদের কঠোরভাবে নজরদারী ব্যবস্থার মাধ্যমে কোয়ারেন্টাইন নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে বাড়িতে যেতে দেয়া হচ্ছে না । ফলে প্রশাসনের সুষ্ঠু তদারকির মাধ্যমে কুতুবদিয়াকে করোনা মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।