নিজস্ব প্রতিনিধি ঃ কুতুবদিয়ার মনজুর আলম প্রকাশ দুবাই মনজুর ৪ মে রাত ৯ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের সিন্নি খাইয়া পাড়ার স্থানীয় অধিবাসী মৃত আব্দুশুক্করের পুত্র মনজুর আলম উপজেলা গেইটে তার ব্যবসায়ীক দোকানে হঠাৎ স্ট্রোক করেন। দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনজুর আলম কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও কমিউনিটি পুলিশের সেক্রেটারীর দায়িত্বে ছিলেন। মৃতকালে তাঁর বয়স ৫২ বছর। মনজুর আলমের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বি কম। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।