জিয়া উদ্দিন ফারুক
বিএনপি তথা জোট সরকারের নির্যাতনের শিকার কক্সবাজারের চকরিয়া উপজেলা সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু ও তার মা আনোয়ারা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত পরবর্তী অনুদান গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে বাটাখালীস্থ পল্টুর বাসভবনে বিশেষ মাহফিল অনুষ্টিত হয়। মাহফিল শেষে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদরে আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশের লোকজনকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য গত ২০১৯ সালের ২৯ এপ্রিল বিএনপি ও জোট সরকারের হামলা ও মামলার নির্যাতনের শিকার সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু ও তার মা আনোয়ারা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে পল্টুর মা আনোয়ারা বেগমের হাতে বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।