চকরিয়া অফিসঃ
বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবিলায় দেশের কর্মহীন, গৃহবন্ধী দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেস জেলা পরিষদ কর্তৃক গৃহিত কার্যক্রম সমূহ সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক জেলা পরিষদের নিজস্ব ত্রান তহবিল থেকে ত্রান বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। এরই অংশ হিসেবে “কক্সবাজার জেলা পরিষদ” এর সংরক্ষিত ওয়ার্ড নং-০৩ এর সম্মানিত মহিলা সদস্য বিশিষ্ট নারীনেত্রী রেহানা খানম রাহু তার নির্বাচনী এলাকাধীন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন, ফাঁসিয়াখালি ইউনিয়ন ও চিরিংগা ইউনিয়নের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ২৮ এপ্রিল’২০ইং দিনব্যাপী খাদ্য সহায়তা (ত্রাণ) বিতরণ করেন। করোনা ভাইরাস জনিত সমস্যা মোকাবিলায় তিনি সবসময় জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমাজের যার যার অবস্থান থেকে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
ছবিতে কাকারা ইউনিয়নে ত্রাণ বিতরণ করছেন কক্সবাজার জেলা পরিষদে সম্মানিত মহিলা সদস্য রেহেনা খানম রাহু ও কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান